সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান ২৪-এর শ-হীদদের কবর জিয়ারত করলেন

হেলাল শেখঃ ঢাকার সাভারের নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারত করেছেন।

সোমবার (২৭শে অক্টোবর ২০২৫ইং) দুপুরে তিনি তালবাগ কবরস্থানে গণঅভ্যুত্থানে শহীদ তানজীর খান মুন্না ও শহীদ শফিকুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম হোসাইন ডালিম, সাভার পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন পাপ্পু,সাভার উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী জুলকারনাইন আন্নু।

দিনের শুরুতেই নবনিযুক্ত সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবুর রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, এসময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ তমিজ উদ্দীন,আমিন বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোঃ রিয়াজ উদ্দিন ফালান, সাভার সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন,পাথালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম,বনগাঁ ইউনিয়নের প্রশাসক মোঃ সেলিম রেজা, বিরুলিয়া ইউনিয়নের প্রশাসক মনোয়ারা আক্তার এবং ভাকুত্তা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ও আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের প্রশাসক মোঃ আল মামুন, সাভার পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রাকিব, সাভার থানা ছাত্রদল নেতা রাসেল শাহ, এ ছাড়াও প্রিন্ট মিডিয়া, সেটেলাইট, অনলাইন নিউজের গণমাধ্যম কর্মীসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *