সুন্দরবনের উপকূলে মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শে-ল্টারের উদ্বোধন

শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্যোগকে করব জয়, এ দৃঢ় প্রত্যয় নিয়ে দুর্যোগ মোকাবেলায় গ্রামীণ জনপদের মানুষের আশ্রয়ের জন্য সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্ধোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা খাউলিয়া ইউনিয়নের ফাঁসিয়াতলা এলাকায় এ সাইক্লোনটি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্ধোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সিসিডিবির নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, খাউলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও জমিদাতা মো. সেলিম মিয়া, থমার্স মনিটর মনিটরিং অফিসার (ডাইকোনিয়া), প্রকৌশলী রাহাতুল আরেফিন, কনস্যালটেন্ট রেবেকা ট্রেগারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথিসহ অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

জানাগেছে, জার্মান সরকারের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র উদ্যোগে জলবায়ু পরিবর্তনতার প্রকল্পের মাধ্যমে খাউলিয়া ইউনিয়নের বলেশ^র ও পানগুছি নদীর মোহনায় ফাসিয়াতলা গ্রামে ২৩ শতক জমির ওপরে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে অত্যাধুনিক এ সাইক্লোন শেল্টারটি নির্মাণ করা হয়েছে। দুর্যোগকালিন এ গ্রামীণ জনপদের ৪ শতাধিক মানুষ এ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারবেন। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য আশ্রয়নে ব্যবস্থা রয়েছে। গবাদি পশুর জন্য রয়েছে আলাদা ব্যবস্থা, আপতকালিন সময়ে আশ্রয়ণ শেল্টারের অবস্থান নেওয়া মানুষের জন্য রয়েছে সুপেয় পানির ব্যবস্থা, বীজ সংরক্ষণ, দুর্যোগকালিন স্বাস্থ্য সেবা, অগ্নি নির্বাপক ব্যবস্থা, বায়োগ্যাস পদ্ধতি, সৌর চালিত বিদ্যুৎ ব্যবস্থা।

প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, উপকূলীয় মোরেলগঞ্জ উপজেলায় অত্যাধুনিক এ সাইক্লোন শেল্টারটি নির্মিত হওয়ার ফলে বিশেষ করে নদী তীরবর্তী মানুষের আশ্রয়ে একটি বড় মাধ্যম হয়ে দাড়িয়েছে। সাধারণ জনগনের কথা চিন্তা করে জমিটি যিনি দান করেছেন তিনি নিশ্চিত একজন বড় মনের মানুষ। আমাদের কাজ হবে প্রতিটি মানুষের নিজের মনে করে সংরক্ষনে পরিস্কার পরিচ্ছন্নতা রাখা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *