‎আওয়ামী সরকার প-তনের পর সুনামগঞ্জে প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন নৌকা প্রার্থী শামছু উদ্দিন ‎

‎কেএম শহীদুল সুনামগঞ্জ :
‎আওয়ামী সরকার পতনের পর এই প্রথম ওপেন নির্বাচনে অংশ নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন সুনামগঞ্জ কোরবান নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীক নিয়ে,পরাজিত আওয়ামী লীগ নেতা মোঃ শামছু উদ্দিন। তবে এবার যে নির্বাচনে তিনি অংশ নিয়েছেন সেখানে পরজিত না হওয়ার কৌশল তৈরি করেই তিনি মনোনয়ন পত্র জমা দিয়েছেন। খোজঁনিয়ে জানা যায় ৫ আগষ্ট আওয়ামী সরকার পতনের পর সুনামগঞ্জ জেলায় গা ডাকা দিয়ে বিদেশ পারি দিয়েছেন অনেক আওয়ামী লীগের নেতারা।  আবার কেউ কেউ সুনামগঞ্জ  ৪আগষ্ট নিরীহ ছাত্র জনতার উপর হামলার ঘটনার মামলা গলায় নিয়ে ঝুলছেন।
‎৫ আগষ্ট সরকার পতনের পর বর্তমান পেক্ষাপটে সুনামগঞ্জ আওয়ামীলীগ  নেতাদের তেমন প্রকাশ্যে কোন মিটিং মিছিল বা  সভা করতে  দেখা যায়নি। অবশেষে মিলেছে গত নির্বাচনে কোরবান নগর ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে অংশ গ্রহনকারী পরাজিত আওয়ামী লীগ নেতা মোঃ শামছু উদ্দিনের দেখা। যিনি আওয়ামী সরকার পতনের পর বই লাইব্রেরীর এজেন্টার হিসেবে কাজ করছেন বলে একটি সূত্রে জানা যায়। তাই লাইব্রেরির ব্যবসাকে চাঙ্গা করতে ছাত্রদের কাছে বই বিক্রি করতে সহজ উপায় বেঁচে নিলেন, স্কুল অভিভাবক ম্যানিজিং কমিটির  নির্বাচন। তাই তিনি আগামী ৯/১১/২০২৫ ইং তারিখ রোজ রবিবার হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয় (এইচ,এমপি,হাইস্কুল)”এ অনুষ্ঠিত হবে অভিভাবক ম্যানিজিং কমিটির  নির্বাচন। তিনি সেখানে ঐ নির্বাচনে অংশ গ্রহন করেছেন এবং মনোনয়ন পত্র জমা দিয়েছেন। যা জেনে হতভঙ্গ  হয়ে অবাক হয়েছেন  অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা। এই প্রথম সুনামগঞ্জে কোন আওয়ামীলীগের নেতা ওপেন একটি নির্বাচনে  অংশ নিচ্ছেন। তার এই ওপেন নির্বাচনে অংশ গ্রহন নিয়ে শিক্ষার্থী ও অন্যান্য দলীয় নেতা কর্মীদের মাঝে ক্ষুভ সৃষ্টি হয়েছে। ইতি মধ্যে শহরজুড়ে চলছে আলোচনা সমালোচনা ঝড়। এমনকি বিক্ষুব্ধ জনতার মধ্যে চলছে উত্তেজনা। বর্তমান পেক্ষাপটে  কোন চিন্হিত আওয়ামী লীগের নেতা স্কুল কমিটির নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে কিনা সেই বিষয়টি জানতে চান আবার অনেকে?
‎এব্যাপারে হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনসান মির্ঞার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি  স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে ব্যাস্ত, কে কোন দলের নেতা সেটা আমার  বিষয় না, আমার কাছে সকল ছাত্রদের অভিভাবক সমান, নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিবেন প্রিজাইডিং অফিসার।
‎এব্যাপারে সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ( অতিরিক্ত দায়িত্ব)  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুনামগঞ্জ সদর,সুনামগঞ্জ ও হাজী মকবুল পুরকায়স্থ উচ্চবিদ্যালের ম্যানেজিং কমিটি নির্বাচন প্রিজাইডিং অফিসার  মোঃ জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, কোন আওয়ামীলীগ নেতা অংশ গ্রহন করতে পারবে কিনা, আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপ করে পরে জানাবো।
‎এব্যাপারে নির্বাচনে অংশ গ্রহনকারী আওয়ামীলীগ নেতা মোঃ শামছু উদ্দিন এর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *