নি-খোঁজ হওয়া সেই মুফতি মহিবুল্লাহকে পরিবারের কাছে হ-স্তান্তর

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি :

নিখোঁজ হওয়া সেই মুফতি মহিবুল্লাহকে পরিবারের কাছে হস্তান্তর

গাজীপুর জেলার টঙ্গী (পূর্ব থানা) এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুহিব্বুল্লাহ মাদানীকে পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৮ টায় টঙ্গী থেকে আসা পরিবার ও প্রতিনিধি সদস্যদের হাতে তাকে তুলে দেয় পঞ্চগড় সদর থানা পুলিশ।

এর আগে বুধবার (২২ অক্টোবর) সকাল ৭ টার দিকে তিনি টঙ্গী পূর্ব থানার টিএনটি বার্জা জামে মসজিদের সামনে থেকে নিখোঁজ হন । বৃহস্পতিবার ভোরে তাকে পঞ্চগড় সদর হেলিপ্যাড এলাকা থেকে বিবস্ত্র অবস্থায় গাছের নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। 

এ সময় সংবাদিকদের তিনি জানান তাকে অপহরণ করা হয়েছে। তিনি বলেন ওরা ৫ জন তাকে অ্যাম্বুলেন্সে করে অপহরণ করে । এ সময় তাকে শারীরিক নির্যাতন করা হলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। 

পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা শেষে পঞ্চগড় থানা পুলিশের মাধ্যমে তাকে পরিবার ও প্রতিনিধি সদস্যদের হাতে তুলে দেয়া হয়। এ সময় তার দুই ছেলে, টঙ্গি থানার এস আই মেহেদী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আতাউর রহমান বিক্রমপুরী, মসজিদ কমিটির কয়েক জন সদস্য  সহ পরিবারের লোকেরা উপস্থিত ছিলেন। 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় পরিবারের সদস্যরা টঙ্গি থানায় এ বিষয়ে মামলা করবেন বলে জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *