দেলোয়ার হোসেন বাবু স্টাফ রিপোর্টার,জয়পুরহাটঃ
জয়পুরহাটের ক্ষেতলালে অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর নারী ফুটবল প্রীতি ম্যাচ।
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের উদ্যোগে এই আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো মাঠজুড়ে।
২৪ (অক্টোবর) শুক্রবার বিকেল ৪ টার সময় ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত এই খেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয়তাবাদী দল বিএনপি-র রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ. এইচ. এম. ওবায়দুর রহমান চন্দন।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের সদস্য ও জয়পুরহাট জেলা বিএনপি-র আহ্বায়ক মো. গোলজার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন এস. এম. শামস মোমিন, সদস্য সচিব জেলা স্বেচ্ছাসেবক দল
খেলায় অংশ নেয় জয়পুরহাট জেলা দল বনাম বগুড়া জেলা দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় রেফারির দায়িত্ব পালন করেন প্রধান রেফারি রবিউল ইসলাম লিটন এবং সহকারী রেফারি হিসেবে দায়িত্বে ছিলেন মোজাফফর ও বাবু।
খেলাটি দেখতে ক্ষেতলাল পাইলট মাঠে উপস্থিত ছিল অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক। উচ্ছ্বসিত দর্শকদের করতালি আর উৎসাহে নারী ফুটবল ম্যাচটি পরিণত হয় এক উৎসবমুখর আয়োজনে। তবে নির্ধারিত সময়ের খেলায় কোন পক্ষেই গোল করতে সক্ষম হয়নি।
নারী খেলোয়াড়দের অংশগ্রহণ স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণা যোগাবে— এমনটাই মত অতিথি ও আয়োজকদের।

Leave a Reply