আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুন বলেছেন, সামাজিক নিষেধের প্রাচীর ভেঙ্গে নারীর সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে গণসচেতনতা সৃষ্টি করতে সরকারের প্রচেষ্টায় দেশের সুশীল সমাজের সহযোগিতা প্রয়োজন। এসময় তিনি সরকারের পাশাপাশি প্রতিটি বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
বুধবার (২২অক্টোবর) দুপুরে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ট (সিইএফ) পারায়ন অন্তর্ভুক্তিকরণ প্রকল্প এর আওতায় আয়োজিত নারীর অধিকার নিয়ে গণশুনানি অনুষ্ঠানে স্থানীয় নারীদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।
সমাজসেবা অফিসার বলেন, বাংলাদেশ সরকার নারী-পুরুষের সমান সুযোগ সৃষ্টি করার পাশাপাশি নারীর রাজনৈতিক সামাজিক, অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং নারীর আইনি অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “আমরা দেশের উন্নয়নের মূলধারায় নারীদের অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন সময় উপযোগী পদক্ষেপ নিয়েছি কারণ জনসংখ্যার অর্ধেককে পিছনে ফেলে রেখে টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব নয়।”
এর আগে তিনি স্থানীয় অসহায় হাছু মিয়া জেলের খোজ খবর নেন এবং আব্দুল্লাহপুর গ্রামের মহিলা ও মা বোনদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শুনেন। এভাবেই তিনি প্রতিনিয়ত জনগণের কাজে তাদের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের প্রতিটি প্রকল্পকে পৌছে দিতে অসহায় মানুষের কাছে ছুটে চলছেন। এমন মানবিক সমাজসবা অফিসার সদর উপজেলায় থাকায় সরকারি সেবা সঠিকভাবে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ায় সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Leave a Reply