নলডাঙ্গার “ঠাকুর লক্ষীকোল” ভ্যান ও সাইকেল হাট এখন বিশাল জমজমাটঃ খুশি ক্রেতা ও বিক্রেতার

এ,কে,এম,খোরশেদ আলম।
নাটোর জেলা প্রতিনিধি:

নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষীকোল গ্রামে চলমান এই হাট সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার বসে এই হাট। প্রতি হাটে ২০-২৫ টি ভ্যান ও সাইকেল ক্রয় বিক্রয় হয়ে থাকে। নলডাঙ্গার ঠাকুর লক্ষীকোল মাদ্রাসা হাটে ভ্যান ও সাইকেল স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে।  কম দামে, কম খরচে প্রতি রবিবার ও বুধবার হাতের নাগালেই ভ্যান ও সাইকেল নিতে আজই চলে আসুন, নলডাঙ্গার ঠাকুর লক্ষীকোল মাদ্রাসা হাটে বলেন বিক্রেতা ও হাট ইজারাদা।

ক্রেতা ও বিক্রেতাকে সার্বিক সহযোগিতার অঙ্গিকার করেন হাট ইজারাদার পক্ষ। খুশি ক্রেতা ও বিক্রেতারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *