মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি
ঝালকাঠিতে তারুণ্যের উৎসব – ২০২৫ উদযাপন উপলক্ষে মাটি,পানি,বায়ু ও শব্দ দূষণ,সিঙ্গেল ইউজ প্লাস্টিক,বর্জ্য ব্যবস্থাপনা ও জীববৈচিত্র সংরক্ষণের গুরুত্ব বিষয়ক এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২শে অক্টোবর) সকাল ১১ টায় পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার, অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাবা আনজুমান নিসা,বিশেষ অতিথি ছিলেন ইয়ুথনেট গ্লোবাল-এর সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান শুভ।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও প্রায় চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,পরিবেশ রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দিবে।ছোট ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তন সম্ভব।
সভায় বক্তারা তাঁদের বক্তব্যে মাটি, পানি ও শব্দ দূষণ রোধ, সিঙ্গেল ইউজ প্লাস্টিক পরিহার, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে।
এ সময় বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও উপস্থিত থেকে কার্যক্রমে সহায়তা করেন।
Leave a Reply