তানোরে শিক্ষক-কর্মচারীদের মা-নববন্ধন

আলিফ হোসেন,তানোরঃ

রাজশাহীর তানোরে এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীরা তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছেন। জানা গেছে, মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) তানোর থানা মোড়ে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও সরনজাই ডিগ্রী কলেজ অধ্যক্ষ ইমারত আলী, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সহসভাপতি ও লালপুর মডেল কলেজ অধ্যক্ষ মুনসুর রহমান,তানোর মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ, কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী ও কালীগঞ্জহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মিজানুর রহমানপ্রমুখ।

এদিন মানববন্ধনে বক্তাগণ বলেন, বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছেন। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাবদ এক হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ যা বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা দাবি জানান, বাড়ি ভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা এক হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি করেন।তারা বলেন,শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানো না হলে সংসার চালানো ও মৌলিক প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়ছে। তাই তারা সরকারের কাছে জরুরি ভিত্তিতে দাবিগুলো বাস্তবায়নের জোর আহ্বান জানান।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *