তেঁতুলিয়ায় শিয়ালের সাথে ধা-ক্কা খেয়ে মোটরসাইকেল আরোহীর মৃ-ত্যু

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় জেলার  তেঁতুলিয়ায় বোয়ালমারী মহাসড়কে শিয়াল সাথে ধাক্কা খেয়ে  মোঃ তৌসিফ খান মুসা নামে 

(২২) নামে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে।

শাহারিয়ার (২০) মনির হোসেন( ২১) ২ জন গুরুতর ভাবে আহত হয়েছে। তারা তেতুলিয়া হাসপাতালে চিকিৎসা ধীন রয়েছে।

 

 সোমবার (২০ অক্টোবর  ) মধ্যে  রাতে তেতুলিয়া বাংলা বান্দা মহাসড়কের  বোয়ালমারী এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত হলেন-তেঁতুলিয়া তিরনইহাট খয়খাটপাড়া দরগাসিং গ্রামের রফিকুল ইসলামের ছেলে তৌসিফ খান মুসা(২২)।

এব্যাপারে সোমবার ২০ অক্টোবর 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ এলাকাবাসা স্থানীয় সূত্রে 

জানাযায় তেতুলিয়া ,বুড়াবুড়িতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শালবাহান ইউপির  বোয়ালমারী নামকস্থানে মহাসড়কের উপর শেয়ালের সাথে মটরসাইকেলের ধাক্কালেগে ৩ জন গুরুতর ভাবে আহত হয়।তাদের উদ্ধার করে এলাকাবাসী 

তেতুলিয়া হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন।

সে সমযে ১ জনকে মৃত্যু ঘোষণ করেন চিকিৎসক।

 

এ ব্যাপারে সোমবার ২০ অক্টোবর সকালে তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেষাশীষ রায় বলেন,ঘটনার খবর পেয়ে দ্রত ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল শেষ করে মরদেহ হস্তান্তর করা করা হয়েছে। এ বিষয়ে সোমবার সকালে  তিরনই হাট ইউপি চেয়ারম্যান মো; আলমগির হোসাইন জানান,তেতুলিয়া মডেল থানাকে সড়ক দুর্ঘটনা খবরটি জানানো হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত ওই এলাকাজুড়ে  শোকের ছায়া পড়েছে।  মরদেহ খযখাট পাড়া স্কুল মাঠে জানাজা প্রস্তুতি চলছে 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *