ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:মো:মনসুর আলী
ঠাকুরগাঁওয়ের রুহিয়া ছালেহিয়া মাদ্রাসা দোমোরকি কবরস্থান সংলগ্ন উত্তরে ঘনি মহেশপুর নাডোবা কবরস্থান খেকো জবর দখলের চেষ্টা কারি ভুমি দস্যুদয় ও সহযোগী ষড়যন্ত্রকারীদের কবল হতে কবরস্থান রক্ষা করার দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে রুহিয়া থানার উত্তরা বাজারে নাডোবা কবরস্থান কমিটির সভাপতি মো: খাদেমুল ইসলাম খাদুর সভাপতিত্বে বক্তব্য দেন, কবরস্থান কমিটির সাধারন সম্পাদক মো: হাসান আলী, সহ সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান, মো: মজিবর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক মো: বাবুল হোসেন, প্রচার সম্পাদক মো: ফারুক, কোষাধক্ষ মো: হামিদুর রহমান হান্নান, সদস্য মো: রফিকুল ইসলাম প্রমুখ।
পথসভায় বক্তারা অভিযোগ করে বলেন, রুহিয়া থানার নাডোবা কবরস্থানের জমি ভূয়া দলিল দেখিয়ে মুসলমানদের শেষ ঠিকানাটি জবর দখল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে রুহিয়া সালেহিয়া দারুসূন্নাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোজাহারুল ইসলাম, তার ভাই মহিরুল ইসলামসহ কয়েকজন ভূমিদ্যসুগণ।
বক্তারা আরও বলেন, আমাদের কবরস্থান দখল করার চেষ্টা করে আবার নিরিহ ৩০ জনের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন।
তারা বলেন, আমরা সরকারের কাছে দাবি করি ভূমিদ্যসুদের হাত থেকে আমাদের কবরস্থান রক্ষা করার ব্যবস্থা করুন। বক্তারা মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে আবেদন করে বলেন, মামলাবাজ ও ভূমিদ্যসূদের মিথ্যা মামলায় আমাদের সাধারণ মানুষকে হয়রানি করলে আমরা এসপি অফিসে গিয়ে অভিযোগ করতে বাধ্য হব।
Leave a Reply