খুলনার পাইকগাছায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা অ-নুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:।।

পাইকগাছায় সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট (সফল-IWRM) প্রকল্পের উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, সলিডারিডাড-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ এস এম ফেরদৌস এবং উত্তরণ-এর প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোহাম্মদ ইকবাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল।

সলিডারিডাড প্রোগ্রাম অফিসার সুব্রত রায়ের সঞ্চালনা উপস্থিত ছিলেন উত্তরণের ওয়াটার ক্লাস্টার অফিসার মোঃ আব্দুস সাত্তার, পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক আবুল হাশেম, এম জালাল উদ্দীন, কপিলমুনী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী, মোঃ জাহাঙ্গীর আলম সানা, পীযুষ মণ্ডল, মোঃ আব্দুল্লাহ সরদার, মোঃ খোরশেদুজ্জামান, ইউপি সচিব মিরাজ আহমেদ, ইউপি সদস্য টিএম হাসানুজ্জামানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

সভায় পানি সম্পদ ব্যবস্থাপনার টেকসই উন্নয়ন, খাল ও জলাশয় পুনঃখনন, এবং পানি ব্যবহারের সমন্বিত পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত উপস্থাপন করা হয়।

ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *