তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
কুমিল্লা দীরেন্দ্র নাথ স্টেডিয়ামের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট Meat N Bite-এ গতকাল রাতে হঠাৎ করে উপস্থিত হয়ে পরিদর্শন করেন কুমিল্লার বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক বিএনপির কেন্দ্রীয় নেতা হাজি আমিনুর রশিদ ইয়াসিন।
কুমিল্লা নগরীর স্থানীয় তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে গড়ে ওঠা এই রেস্টুরেন্টে তিনি পরিদর্শন শেষে
খাবারের মান ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, “কুমিল্লার তরুণরা এখন ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসছে, এটা আমাদের জেলার জন্য গর্বের বিষয়। ভালো খাবার ও পরিষ্কার পরিবেশের মাধ্যমে Meat N Bite কুমিল্লার খাবার সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে।”
রেস্টুরেন্টের উদ্যোক্তারা জানান হাজি আমিনুর রশিদ ইয়াসিনের আগমনে তাদের অনুপ্রেরণা জুগিয়েছে। ভবিষ্যতে তারা আরও নতুন খাবার ও মানসম্মত সেবা নিয়ে আসার পরিকল্পনা করছেন। স্থানীয় রাজনীতিবিদদের পৃষ্ঠপোষকতায় এখন কুমিল্লার তরুণদের উদ্যোক্তা চেতনা জেগে উঠছে—আর “Meat N Bite” তারই এক উজ্জ্বল উদাহরণ।এবিষয়ে আরো জানা যায় সরকারের জেলা প্রশাসন, জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ইসলামী ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতা রেষ্টুরেন্ট গুলো বৈধ পন্থায় চালিয়ে যাচ্ছে। তারা আরো বলেন এই স্থানটি একসময় মাদকের আখড়া ছিলো, ময়লা আর্বজনায় পরিত্যাক্ত ছিল। তরুন দের উদ্যােগে আজ স্থান টি নগরীর একটি পরিচ্ছন্ন বিনোদনের স্থান লাভ করে।
Leave a Reply