সাভারে সংখ্যালঘু কর্তৃক এক মুসলিম শিক্ষার্থী গণধ-র্ষণের শি-কার

হেলাল শেখঃ সাভারের খ্রীষ্টান অধ্যুষিত বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছেন। গণধর্ষণের শিকার এক শিক্ষার্থী। সে ঝালকাঠি জেলার সদর থানার অন্তর্গত গগন গ্রামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নওরীন জাহান বিগত ১৪ই অক্টোবর রাতে টিউশন শেষ করে বাড়ি ফেরার পথে স্থানীয় সংখ্যালঘু খ্রীষ্টান সম্প্রদায়ের সন্তোষ রোজারিওর ছেলে সোহেল রোজারিও(৩৭), বানার্ড রোজারিও মেঘার ছেলে বিপ্লব রোজারিও ওরফে তিলক রোজারিও (৪০) ও মৃত দেবেন্দ্র বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাস(৩৫) ভিকটিমের পথ রোধ করে। এক পর্যায়ে তার মুখ চেপে ধরে তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়।

উল্লেখ্য ভিকটিম ও আসামীদের বাড়ি কমলাপুর গোয়ালিও পাড়ায়। আসামীরা এলাকায় চিহ্নিত মাদক কারবারি ও দুশ্চরিত্র হিসেবে পরিচিত। ঘটনার পর থেকে আসামীরা পলাতক থাকলেও ভিকটিমের পরিবারকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে আসামী পক্ষের লোকজন।

এদিকে উক্ত ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে ভুক্তভোগী পরিবার জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *