আরিফ রববানী ময়মনসিংহ।।
জুলাই সনদে পিআর যুক্ত করে নির্বাচনের আগেই গণভোটসহ ৫ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের কেন্দ্র ঘোষিত তৃতীয় ধাপের কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস মোড়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা,মহানগরসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক,ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি, ময়মনসিংহ-৪ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) এর মনোনীত প্রার্থী বিশিষ্ট চিকিৎসক, হাড় জোড়া রোগ বিশেষজ্ঞ ট্রমা ও স্পাইন সার্জন অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন বলেন, পিআর নিয়ে আলোচনায় প্রধান নির্বাচন কমিশনারসহ অনেকেই সংবিধানের দোহাই দেন। জুলাই সনদের অনেক বিষয়ও সংবিধানে নেই। তাহলে কি জুলাই সনদের বাস্তবায়নও সংবিধানের দোহাই দিয়ে বাধাগ্রস্ত করা হবে?
তিনি বলেন, সংবিধানের দোহাই দিয়ে মৌলিক সংস্কার বাধাগ্রস্ত করা যাবে না। জুলাই অভ্যুত্থানের চেতনাকে হত্যা করা যাবে না। সংবিধানের দোহাই দিয়ে যেনতেন নির্বাচন জাতি মেনে নেবে না। বরং কাঙ্ক্ষিত মানের নির্বাচন হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এটা জনগণের দাবি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আন্দোলনরত দলগুলোর দাবি।
মহানগরের সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠািত মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উত্তরের সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম, জেলা দক্ষিণের সভাপতি হযরত মাওলানা মামুন রশিদ সিদ্দিকী ও মহানগরের সিনিয়র সহ-সভাপতি মুফতি ইয়াকুব সাঈদ।
এসময় অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন বলেন, তফসিল ঘোষণার আগেই জুলাই সনদের বিষয়ে গণভোট আয়োজন করতে হবে। তা নাহলে জুলাই সনদের বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে এমনকি জাতীয় নির্বাচনও সংকটাপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। দাবী বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় নির্দেশনা ও সিদ্ধান্ত মোতাবেক যে কোন আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে থাকবে ময়মনসিংহের ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মী ও সমর্থকরা।
আকুয়া বাইপাস মোড়ের এই মানববন্ধনে আরও বক্তব্য দেন মহানগরের সাংগঠনিক সম্পাদক আবু রাসেল হোসাইনী,সহ সাংগঠনিক সম্পাদক কারী মইনুল ইসলাম, প্রচার দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা ওয়ালিউল্লাহ, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ অলিউল্লাহ, নগরের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডাক্তার হেদায়েতুল্লাহ বিন নাসির, শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আশেকে মোস্তফা, যুব আন্দোলনের সভাপতি মুফতি আজিজুল হক,সদরের সহ-সভাপতি সাবিক বেগ,আব্দুর রহিম, সদরের যুব আন্দোলনের সভাপতি সোহেল, মহানগর,সদরের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply