December 26, 2024, 9:08 pm
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছার নতুন বাজার এলাকায় সি সি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ৯ জুলাই শনিবার নতুন বাজার ও বোয়ালিয়া মোড় এলাকায় আইন শৃঙ্খলা উন্নয়ন ও অপরাধ প্রতিরোধে সি সি ক্যামেরা মনিটরিং উদ্বোধন করেন পাইকগাছা থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ জিয়াউর রহমান।নতুন বাজার ব্যবসাহী সমবায় সমিতি লি: এর সভাপতি অশোক কুমার ঘোষের সভাপতিত্বে সি সি ক্যামেরা মনিটরিং উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাবেক সভাপতি ও ইউনিয়ান আওয়ামীলীগের সভাপতি নির্মল চন্দ্র অধিকারি,সাবেক সম্পাদক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান,সম্পাদক প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল,প্রশিক্ষিত হিলফুল ফুযুল সমিতির সভাপতি মোস্তফা কামাল মিলন, নারায়ণ ঘোষ, মহাসিন, সনজিত ঘোষ, বেল্লাল হোসেন, রেজাউল ইসলাম, তারক চন্দ্র বিশ্বাস, ইমরাম হেসেন প্রমুখ।