ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির চা-লিকাশক্তি: মাওলানা কামরুল আহসান এমরুল

আরিফ রববানী ময়মনসিংহ।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য, ময়মনসিংহ মহানগরের আমীর ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনের এমপি প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন, ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় না করে সরকারও সব সমস্যা সমাধান করতে পারবে না। সমস্যার সমাধান করতে হলে ব্যবসায়ীদের পরামর্শ নিতে হবে। তিনি বলেন, ‘একটি দেশের রাজনীতিবিধরা কখনও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় সময় দেন না। আমাদের জামায়াতে ইসলামীর আমির দেশের অর্থনীতির সমৃদ্ধির স্বার্থে ব্যবসায়ীদের সেই সময় দিয়েছেন। এতেই বুঝা যায়, তিনি বিশ্বাস করেন যে, বেসরকারি খাতের ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।

রবিবার (১২ অক্টোবর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগরীর নতুন বাজার সাংগঠনিক থানার ১০ নং ওয়ার্ডের ব্যবসায়ী ভাইদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নতুন বাজার সাংগঠনিক থানা শাখার আমীর ইঞ্জিনিয়ার সুলতান মাহমুদ মুস্তাকিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম,মহানগর অফিস সম্পাদক খন্দকার আবু হানিফ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসায়ী সমাজ দেশের অর্থনীতির প্রাণশক্তি। নৈতিকতা, সততা ও ইসলামী মূল্যবোধে বলীয়ান ব্যবসায়ী গোষ্ঠীই পারে সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করতে।

মাওলানা কামরুল আহসান এমরুল তিনি আরও বলেন,সংকট নিরসনে সরকারের সঙ্গে আলোচনার জন্য একটি শক্তিশালী জন প্রতিনিধির দরকার। তাই দেশের সব স্থানে ব্যবসায়ীদের মেলবন্ধনের মাধ্যমে যদি একটি শক্তিশালী জনপ্রতিনিধি নির্বাচিত করা যায়, তবেই সব ব্যবসায়ীর সমস্যা নিয়ে সরকারের কাছে ভালো কিছু উপস্থাপন করা যাবে। যেহেতু আমাদের বর্তমান অর্থনীতি এখন নানান চ্যালেঞ্জ মোকাবেলা করছে; তাই আগামীতে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় বসিয়ে ব্যবসায়ীদের সম্মিলিতভাবেই সংকট নিরসনে কাজ করতে হবে।

এসময় দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে আন্তরিকভাবে সমর্থন দিয়ে বিজয়ী করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *