কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি বাস্ত-বায়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে বাগেরহাট জেলা জামায়াতের স্মারকলিপি পেশ

শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ০৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাগেরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখা।
রবিবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি জমা দেন বাগেরহাট জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে এদিন বেলা ১২ টার দিকে জামায়াতের কয়েক হাজার নেতা-কর্মীদের নিয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের আগে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রবেশ করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা জামায়াতের সাবেক আমির, খুলনা অঞ্চল টিম ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, জেলা জামায়াতের নায়েবে আমির জননেতা এ্যাডঃ মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মল্লিক, জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, মাওলানা আলতাফ হোসাইন,শেখ মনজুরুল হক রাহাদ,মাওলানা আবুল কাশেম, ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ মোর্শেদ আলম ও সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ। জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা ফেরদাউস আলী, ফকিরহাট উপজেলা আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান,কচুয়া উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম, মংলা উপজেলা আমির মাওলানা আবু হানিফ ও বাগেরহাট পৌর আমির মাওলানা শামীম আহসান সহ বিভিন্ন সাংগঠনিক থানা শাখার নেতা-কর্মীবৃন্দ।
জামায়াত কর্তৃক প্রদত্ত স্মারকলিপিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলসমূহ যে দাবি জানিয়ে আসছে তার দ্রুত বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রতি দাবি জানানো হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *