মোরেলগঞ্জে ৮৪ হাজার শিশু-কিশোর পাচ্ছে টাই-ফয়েড টিকা,শুরু হয়েছে টিকাদান ক্যাম্পেইন

শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বাগেরহাটের মোরেলগঞ্জে ৮৪ হাজার শিশু কিশোর ও শিক্ষার্থীরা পাচ্ছেন টাইফয়েড টিকা। এ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্ধোধন করেন বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. আ: স: মো: মাহবুবুল আলম।
রবিবার সকালে দৈবজ্ঞহাটী ইউনিয়নের আলতিবুরুজ বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. রিশাদ আজিম, জেলা স্বাস্থ্য তত্বাবধয়ক গোবিন্দ্র চন্দ্র দাস, মেডিকেল টেকনোলজি (ইপিআই) দিপক কুমার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রিয়াদ হোসেন সোহাগসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
জানাগেছে, সারাদেশের ন্যায় সরকারিভাবে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ১৮ দিন ব্যাপী টাইফয়েড ভ্যাক্সিন কার্যক্রম চলমান থাকার অংশ হিসেবে এ উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত ৮৪ হাজার কমিউনিটি শিশু কিশোর ও প্রাক থেকে ৯ম শ্রেনীর শিক্ষার্থীরা পাচ্ছেন এ টিকা। স্কুল পর্যায়ে ৫৬ হাজার ২৬২ জন শিক্ষার্থী রেজিষ্টেশনেরমাধ্যমে এবং জন্মনিবন্ধন ব্যতি রেখে কমিউনিটি ২৭ হাজার ৮শ’ ১৯ জন শিশু কিশোর এ টিকার আওতায় থাকছেন। স্কুল ও কমিউনিটি পর্যায়ে ৭ ৫৩ টি কেন্দ্রে একযোগে ৯৭ জন টিকা কর্মী ১৪৫ জন স্বেচ্ছাসেবক ৪৮ জন সুপার ভাইজার, এ কার্যক্রম সফল করতে মাঠ পর্যায়ে কাজ করছেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *