এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলায় টাইফয়েড ভ্যাকসিন এর আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করলেন ডা: জুনাইদ হোসেন লেলিন। অদ্য সকাল ৮ ঘটিকায় নাটোরের নলডাঙ্গা উপজেলার ২ নং মাধনগর ইউনিয়ন,৩ নং ওয়াড, ১২ নং বাঁশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে টাইফয়েড ভ্যাকসিন এর আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন ডা: জুনাইদ হোসেন লেলিন UHF&PO নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, তিনি আগত অভিভাবক গনের সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য বিভাগের সকল প্রোগ্রাম সঠিক লক্ষ্যে পৌঁছাতে কিছু কথা বলেন টাইফয়েড জ্বর সালমোনেলা টাইফি নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়, যা দূষিত খাবার ও পানীয় গ্রহণের মাধ্যমে ছড়ায়। অস্বাস্থ্যকর ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, অনিরাপদ জল এবং দুর্বল পরিচ্ছন্নতা পরিকাঠামোর কারণে এই রোগের প্রাদুর্ভাব ঘটে।
এ সময় আরও উপস্থিত ছিলেন এ,কে,এম, খোরশেদ আলম কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার বাঁশিলা কমিনিটি ক্লিনিক, অতীশ দিপঙ্কর স্বাস্থ্য সহকারী মাধনগর ইউনিয়ন, কোহিনূর খাতুন পরিরার কল্যান সহকারী মাধনগর ইউনিয়ন, শিউলি খাতুন (প্রধান শিক্ষক) (ভারপ্রাপ্ত)বাঁশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,গোলাম মোস্তফা ( সহকারী শিক্ষক) বাঁশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,শেখ আবু নওশাদ (সহকারী শিক্ষক)বাঁশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,তানজিলা খাতুন (সহকারী শিক্ষক)বাঁশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,খোরশেদ আলম অফিস সহায়ক নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এছারাও এলাকার সচেতন গণ্যমান্য ব্যক্তিগণ।
Leave a Reply