দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
‘তোমার স্বপ্ন পূরণের বন্ধু” Dream Language Institute” (DLI)’ এর উদ্যোগে ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে ‘এবার ইংরেজি শিখবে পুরো বাংলাদেশ’শীর্ষক সিম্পোজিয়াম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাষ্টার মোহাম্মদ কামাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভুইয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক এবং উপজেলা প্রকৌশলী আবদুল হামিদ। এছাড়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এম এ করিম লিলু, সিনিয়র সহসভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সহসভাপতি বজলুর রহমান ও আলাউদ্দিন, সিরাজ মিয়া,
যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, শাহ মাসুক নাইম সাংগঠনিক সম্পাদক মো: মামুন মুন্সি, অর্থ সম্পাদক মােঃ সােহেল মিয়া, দপ্তর সম্পাদক মােঃ আক্তার হােসেন সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মােঃ ফারুক মিয়া,
সাংস্কৃতিক সম্পাদক, শানুর ওয়াদুদ তালুকদার সাগর, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সােহাগ, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম সানী , প্রকাশনা সম্পাদক আবু বকর, সদস্য ইসমাইল হােসেন, রফিকুল ইসলাম, শাহ আলম প্রমুখসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ইংরেজি শেখা শুধু একটি ভাষা শেখা নয়, বরং এটি আধুনিক বিশ্বের সঙ্গে সংযুক্ত হওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। তারা মনে করেন, DLI’র এই উদ্যোগ দেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে সহায়তা করবে।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন Dream Language Institute (DLI)-এর প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী উদ্যোক্তা আহমেদ রাসেল। তিনি বলেন, ‘ইংরেজি হলো বিশ্ব সংযোগের চাবিকাঠি। একজন শিক্ষার্থী যদি ইংরেজিতে দক্ষ হয়, তবে সে শুধু দেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে। DLI সেই পথটি সহজ করে দিতে চায়—যাতে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইংরেজি শিক্ষা পৌঁছে যায়।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য একটি ইংলিশ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, যেখানে প্রতিটি তরুণ আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বে নিজের অবস্থান তৈরি করবে।’
অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে DLI কর্তৃক প্রকাশিত ‘English for Everyone’ গাইডবুক তুলে দেওয়া হয় এবং আগত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে রেজিস্ট্রেশনের সুযোগ ঘোষণা করা হয়।
উপস্থিত অতিথি, শিক্ষক ও সাংবাদিকরা DLI’র এ উদ্যোগকে যুগোপযোগী ও প্রশংসনীয় হিসেবে উল্লেখ করে বলেন, ইংরেজি শিক্ষা এখন সময়ের দাবি, এবং এমন উদ্যোগ দেশের প্রতিটি উপজেলায় সম্প্রসারণ করা প্রয়োজন।
Leave a Reply