কাশিয়ানীর নিজামকান্দি ইউপি চেয়ারম্যান গ্রে-প্তার

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী নওশের আলীকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন।

নিজামকান্দি ইউনিয়নের সচিব মলয় বিশ্বাস জানিয়েছেন বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে সাদা পোষাকে গোয়েন্দা পুলিশের একটি দল চেয়ারম্যান কাজী নওশের আলীকে নিজামকান্দি বাজারে দেখা করতে বলেন। চেয়ারম্যান সঙ্গীদের নিয়ে তখন নিশ্চিতপুর গ্রামে একজন মৃত ব্যক্তির জানাযা নামাজে অংশ নিতে অবস্থান করছিলেন। জানাযার নামাজ শেষ করে নিজামকান্দি বাজারে পুলিশের ওই দলের সাথে দেখা করতে গেলে তাকে আটক করে পাশ্ববর্তী ফলসি বাজারে রাখা পুলিশের গাড়ীতে করে কাশিয়ানী থানায় নিয়ে যায়। পরে দুপুর দুইটার দিকে তাকে গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচল ব্যাহত করা সম্পর্কিত দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানাগেছে। চেয়ারম্যান কাজী নওশের এর আগে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে সামরিক বাহিনীর গাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও পোড়ানোর দায়ে গোপালগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হন। তিনি ওই মামলার এজাহার নামীয় আসামী। তবে পরবর্তীতে তিনি উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। চেয়ারম্যান কাজী নওশের আলী নিজামকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *