ময়মনসিংহে ভূমি অ-ধিগ্রহণ ক্ষ-তিপূরণের ৪০ কোটি টাকার চেক হ-স্তান্তর করলেন ডিসি

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ হিসাবে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের আর্থিক সহায়তা ও ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে তাদের মাঝে ৪০ কোটি টাকার চেক হস্তান্তর হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক আয়োজনে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মধ্যে এই চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।

এসময় জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ময়মনসিংহ বিভাগ উন্নয়নকল্পে এই ভূমি অধিগ্রহন করা হয়েছে তাই অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে এই চেক হস্তান্তর করা হচ্ছে। আজ ৪০কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে।

এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিনসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন,“সরকার দেশের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য যেসব ভূমি অধিগ্রহণ করছে, তার ন্যায্য মূল্য ও ক্ষতিপূরণ যেন সময়মতো মালিকদের হাতে পৌঁছায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। কেউ যেন বঞ্চিত না হন—এ বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।”

তিনি আরও বলেন,“এই অর্থ প্রদানের মাধ্যমে ক্ষতিগ্রস্তরা পুনরায় স্বাবলম্বী হয়ে উঠবেন এবং উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।”

অনুষ্ঠানে ভূমি মালিকগণ জেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং দ্রুত ক্ষতিপূরণের অর্থ প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, সরকার যে স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করছে, তা সাধারণ মানুষের কাছে এক ইতিবাচক বার্তা বহন করছে।

উল্লেখ্য, জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৪০ কোটি টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *