সেনবাগে কিশোর গ্যা-ং বিরো-ধী অভি-যানে দেশীয় অ-স্ত্র সহ আ-টক -২

রফিকুল ইসলাম সুমন
(নোয়াখালী জেলা প্রতিনিধি)

নোয়াখালীর সেনবাগ থানাধীন কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেটে এলাকায় কতিপয় কিশোর দেশীয় অস্ত্রশস্ত্রসহ মারামারিতে লিপ্ত হলে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ স্থানীয় জনতার সহায়তায় দুইজন কিশোরকে আটক করে এবং তাদের ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, দুইটি দেশীয় তৈরি ধারালো অস্ত্রশস্ত্র উদ্ধার করে।
উক্ত ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে সেনবাগ থানায় মামলা দায়ের করা হয়। তৎপরবর্তীতে উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী মোঃ শাহদাত হোসেন ( ১৮), পিতার নাম: মোঃ সাইফুল, মাতার নাম: নাসরীন আক্তার। মোঃ বাবলু (২০), পিতার নাম: মৃত আবুল কাশেম, মাতার নাম: শেফালী বেগম উভয় সাং-(পশ্চিম লালপুর (দই বেপারী বাড়ী) ৬নং কাবিলপুর ইউপি), থানা- সেনবাগ, জেলা –নোয়াখালী।
তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *