সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা নতুন (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্র-হণ করলেন মাহবুবুর রহমান

হেলাল শেখঃ ঢাকা জেলার সাভারে (৮ অক্টোবর ২০২৫ইং) সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন জনাব মাহবুবুর রহমান। এর আগে তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে গত মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫ইং) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন সিনিয়র সহকারী কমিশনার (মাঠ প্রশাসন) শিবানী সরকার।

অপরদিকে, সাভারের সাবেক ইউএনও জনাব আবুবকর সরকারকে পরবর্তী পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।

প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতায় সমৃদ্ধ নবনিযুক্ত ইউএনও মাহবুবুর রহমান সাভারে দায়িত্ব গ্রহণের পর দ্রুত সময়ের মধ্যেই সরকারি কার্যক্রমে গতিশীলতা আনার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেবা প্রদান, উন্নয়ন ত্বরান্বিতকরণ এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে তিনি জানিয়েছেন।

সাভারে তাঁর আগমনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাভারবাসী তার কাছে আশাবাদী

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *