এম এ আলিম রিপন,সুজানগরঃ একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ স্লোগানকে সামনে রেখে পাবনার সুজানগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বের হওয়া র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীল রাশেদুজ্জামান রাশেদ। প্রধান অতিথি মীর রাশেদুজ্জামান রাশেদ তার বক্তব্যে বলেন, আজ যারা নবীন তারা একসময় প্রবীণ হবে। এটাই আমাদের সমাজের বাস্তবতা। আজ যাদের শরীরে ত্যাজ আছে এই ত্যাজ থাকবে না। সময়ের কাছে সকলেই পরাজিত। সম্পর্কগুলো দৃঢ় করতে হবে। কেউ একা ভালো থাকতে পারে না। সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। তিনি আরো বলেন, পারিবারিক শিক্ষা অন্যতম একটা বিষয়। অনেক সময় ভালো কথা বলি মূল জায়গায় ইঙ্গিত করতে পারি না। সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে। বিবেক দিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে। বিল্ডিং না গড়ে সন্তানদের গড়ে তুলতে হবে। সিটিজেনকে সম্মান করা শিখাতে হবে।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।
Leave a Reply