এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিবের পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের ৩,৪,৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজারী হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট হাজারী জাকিয়া হুমায়রা তমা, সদস্য আহবায়ক কমিটি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিট।
অন্যদের মাঝে বক্তব্য দেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুস সাত্তার রোকোনুজ্জামান রতন, আব্দুল আজিজ মন্ডল সাবেক সভাপতি নাজিরগঞ্জ ইউনিয়ন যুবদল, ইউনুস আলী খান, রঞ্জু শেখ , রিয়াজ শেখ সাবেক সভাপতি ইউনিয়ন যুবদল, আক্কাজ মন্ডল সাবেক সাধারণ সম্পাদক ইউনিয়ন যুবদল, রফিক মন্ডল ও ওমর আলী প্রমুখ।ভোটারদের ধানের শীষে ভোট দেবার আহ্বান জানিয়ে সভায় বক্তারা বলেনসাধারণ জনগণের মাঝে তারেক জিয়ার ৩১ দফা দাবি বাস্তবায়নসহ ধানের শীষের পক্ষে ভোট প্রদানে উৎসাহিত করতে হবে।নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তারা বলেন, ১৬ বছর আওয়ামী লীগের জুলুম-নির্যাতন সহ্য করে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা নতুন একটি দেশ পেয়েছি। আপনারা জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করে ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের সফলতা নিয়ে আসবেন।তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে একযোগে ধানের শীষের পক্ষে কাজ করে বিজয় সুনিশ্চিত করব ইনশআল্লাহ।
এম এ আলিম রিপিন
সুজানগর।।
Leave a Reply