নোয়াখালীতে ৩২০০ পিস ইয়া-বাসহ মা-দক ব্যবসায়ী আট-ক

রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালী জেলার সুধারাম মডেল থানার একটি চৌকস দল নোয়াখালী জেলা স্কুলের মেইন গেইটের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মতিউর রহমান (৪৫) কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন দোহাজারি নামক স্থান থেকে বিশেষ কৌশলে তার পেটের ভিতরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে নোয়াখালী জিলা স্কুলের মেইন গেইটের সামনে অবস্থান করছিলো।

গ্রেফতারকৃত আসামীর নিকট হতে প্রাপ্ত তথ্য যাচাইয়ের জন্য আসামীকে মর্ডান হাসপাতাল, নোয়াখালী নিয়ে এক্সরে করলে তার পাকস্থলিতে ডিম্বাকার আকৃতির বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে মর্ডান হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সহায়তায় গ্রেফতারকৃত আসামীকে মলত্যাগ করিয়ে ৬৪ টি ডিম্বাকার আকৃতির প্যাকেট অপসারণ করা হয়।প্রতিটি প্যাকেটের ভিতর ৫০ পিস করে সর্বমোট ৩২০০ (তিন হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
ধৃত আসামীর নামে চট্টগ্রাম ও কুমিল্লা জেলার বিভিন্ন থানায় সর্বমোট ০৫টি মাদক মামলা রয়েছে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে তার নাম মোঃ মতিউর রহমান (৪৫), পিতা- আফতাব উদ্দিন (মৃত), মাতা- আয়েশা খাতুন (মৃত), সাং- কেন্দুয়া আফতাব উদ্দিন মাওলানার বাড়ি, ০৬নং ওয়ার্ড, ডাকুয়া ইউনিয়ন, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ, বর্তমান সাং- উল্লাপাড়া (কাশেম সওদাগর বাড়ি), দোহাজারি রেল স্টেশনের পূর্ব পাশে, ০৭নং পৌর ওয়ার্ড, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম বলে প্রকাশ করে । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *