গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব বসতি দি-বস পালিত

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব বসতি দিবস-২০২৫ পালিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন ভবনের সামনে থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান -এর নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল এক র‍্যালী বের হয়। “পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া – এ প্রতিপাদ্যে র‍্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসন ভবনের সামনে ফিরে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, এনডিসি অনিরুদ্ধ দেব রায়, গোপালগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বি এম জুবায়ের হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. তৌফিকুল ইসলাম, নারী উদ্যোক্তা অনিমা সরকার,
উ-বিভাগীয় প্রকৌশলী সিভিল
(সিভিল) সমীর কুমার কুন্ডু, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম) তনময় কর্মকার, উপসহকারী প্রকৌশলী কায়েস মাহমুদ, জাহাঙ্গীর হোসেন, রফিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম, সিনিয়র হিসাব সহকারী রইজ আহমেদ, অফিস সহকারী আমিনুল ইসলাম, মনিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ঠিকাদার, বিভিন্ন পেশাজীবী ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “পরিকল্পিত নগরায়ন একটি দেশের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। শহরের উন্নয়ন কেবল অবকাঠামো নয়, মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা চাই, গোপালগঞ্জ হোক একটি পরিকল্পিত, পরিবেশবান্ধব ও নাগরিকবান্ধব শহরের মডেল।”

বিশেষ অতিথি পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “একটি সুন্দর ও নিরাপদ নগর গড়ে তুলতে সু-শৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা, নাগরিক শৃঙ্খলা ও সচেতনতা অত্যন্ত জরুরি। নগর উন্নয়নের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাও নিবিড়ভাবে সম্পর্কিত। আমরা সবাই মিলে সচেতন হলে গোপালগঞ্জকে একটি নিরাপদ ও আধুনিক নগরে রূপান্তর করা সম্ভব।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল।

দিবসটির প্রতিপাদ্যের আলোকে স্বর্ণেন্দু শেখর মন্ডল, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এসময় তিনি বলেন, পরিকল্পিত নগরায়ন, টেকসই অবকাঠামো এবং পরিবেশবান্ধব উন্নয়নই নিরাপদ ও বাসযোগ্য শহর গঠনের মূল চাবিকাঠি। উল্লেখ্য, জাতিসংঘ ১৯৮৫ সালে বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং ১৯৮৬ সাল থেকে এটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *