February 5, 2025, 4:03 pm
পাথরঘাটা( বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটায় কাঁঠাল গাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে উপেন্দ্র হাওলাদার(৯৬( নামক এক বৃদ্ধ মারা গেছে বলে জানা গেছে।
শনিবার ১অক্টোবর সকাল ১০ টার দিকে এঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার চরদুয়ানী ইউনিয়নের উত্তর হোগলাপাশা গ্রামের মৃত যজ্ঞেশ্বর হাওলাদারের ছেলে উপেন্দ্রনাথ নিজঘর সংলগ্ন কাঠাল গাছের সঙ্গে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
প্রাথমিকভাবে জানা গেছে, বয়স্ক ওই ব্যক্তি মানসিক ভারসম্যহিন ছিলেন। প্রায়-ই তিনি নগ্ন অবস্থায় জনসম্মুখে চলাফেরা করতেন। তার মৃত্যুতে পরিবারের সদস্যের পক্ষথেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বিষয়টি প্রসঙ্গে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাশার বলেন, সুরতহাল রিপোর্ট আমরা করেছি। বৃদ্ধ লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়-ই তিনি নগ্ন, অর্ধনগ্ন অবস্থায় চলাফেরা করতেন। স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের অনুরোধে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠায়নি। তবে একটি ইউডি মামলা রুজু হয়েছে #
অমল তালুকদার।।