মংচিন থান
তালতলী(বরগুনা)প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে ২৭০ পিস ইয়াবাসহ সোহাগ ভূঁইয়া (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নৌবাহিনী।
শনিবার (০৪ অক্টোবর) রাত ১১ টার দিকে উপজেলার করাইবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে আটক করা হয়।
আটককৃত সোহাগ ভূঁইয়া উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার আফাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে।
জানা যায়, নৌ গোয়েন্দা তৎপরতায় ও গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার করাইবাড়িয়া বাজারে লেফটেনেল আসিফ আরাফাত এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মাদক কারবারি সোহাগ ভূঁইয়াকে আটক করা হয়। পরে তার সাথে থাকা মটরসাইকেল ও হেলমেটে তল্লাশি চালিয়ে ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, আটককৃত সোহাগ ভূঁইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
মংচিন থান
তালতলী প্রতিনিধি ।।
Leave a Reply