মো.রায়হান,
ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
ইলিশ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে মা ইলিশ অভিযানে ২০২৫ চলাকালীন ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে বল্লা বিলে পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনা অভিযানে ৬০টি চায়না জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।
শনিবার (৪ অক্টোবর ) বিকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান।
বল্লা বিলে অবৈধভাবে চায়না জাল ব্যবহার করে দীর্ঘদিন ধরে দেশীয় মাছের রেনু পোনা নিধন করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন চায়না জাল বন্ধে এ অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত সব জাল পরে পুড়িয়ে ধ্বংস করা হয়।৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর এই অভিযান চলবে।
অভিযানে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান, থানা পুলিশ, মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য অফিস জানিয়েছে, দেশীয় মাছের প্রজনন ও রেনু পোনা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply