বরিশাল বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা>>
বরিশালের বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট থানাধীন পশ্চিম রহমতপুর এলাকায় এক ভাড়াটিয়া বাসায় তালা ভেঙে স্বর্ণ ও রুপার অলংকারসহ প্রায় ১৪ লক্ষ ৩৭ হাজার টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
ভুক্তভোগী তরুন চন্দ্র মন্ডল (৩৬), পিতা মৃত বিজন বিহারী মন্ডল, মাতা মলিনা রানী মন্ডল, স্থায়ী ঠিকানা ঝালকাঠি জেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের জুতিয়া গ্রাম। বর্তমানে তিনি পরিবার-পরিজন নিয়ে পশ্চিম রহমতপুর এলাকার নুর কমপ্লেক্স ভবনের ৪র্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তিনি রূপালী ব্যাংক পিএলসি রহমতপুর বাজার শাখায় চাকরি করেন। ঘটনাটি ঘটেছে ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ৯টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টার মধ্যে। ওই সময় ভুক্তভোগী ও তার স্ত্রী নিজ নিজ কর্মস্থলে এবং শ্বাশুড়ি নাতিকে নিয়ে স্কুলে ছিলেন। দুপুরে বাসায় ফিরে শ্বাশুড়ি দেখতে পান, দরজার তালা ভাঙা এবং দরজা খোলা অবস্থায়। পরবর্তীতে তরুন চন্দ্র মন্ডল বাসায় ফিরে আলমারি খুলে দেখেন স্বর্ণ ও রুপার অলংকারসহ কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং বহু মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। চুরি যাওয়া মালামালের মধ্যে উল্লেখযোগ্যঃ
১০ আনা ওজনের এক জোড়া স্বর্ণের লাল পলা
এক ভরি ওজনের গলার হার এক ভরি ওজনের ২টি চেইন, ৫টি হাতের আংটি ,স্বর্ণের আয়স্তি, এক জোড়া বালা, কানের ঝুমকা, পাশা, দুল ও কান ফুল রুপার চেইন, বালা, নুপুরসহ অন্যান্য অলংকার সব মিলিয়ে চুরিকৃত মালামালের মোট বাজারমূল্য আনুমানিক ১৪,৩৭,০০০/- টাকা। চোরেরা তালা ও কড়া ভেঙে ঘরে প্রবেশ করে চুরি করে এবং ভাঙা তালা ও কড়া একটি বেডরুমের বিছানার নিচে ফেলে যায়।
সিসিটিভি ফুটেজে ধরা পড়ে দুই চোর ঘটনার পর ভবনের চারপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুইজন অজ্ঞাতনামা চোর সকাল ১০টার দিকে ঘোরাঘুরির করে এবং কিছুক্ষণ পর ভবনে প্রবেশ করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ধারণা করা হচ্ছে, তারাই চুরির সঙ্গে জড়িত, এবং ভবনের ঘেট থেকে বেরিয়ে যেতে দেখা যায়। ফুটেজে চোরদের স্পষ্ট চেহারা ধরা পড়েছে, যা পুলিশের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ভুক্তভোগী ঘটনার পর স্বজনদের সঙ্গে আলোচনা শেষে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply