মো: সেলিম মিয়া ফুলবাড়িয়া : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জামায়াত-শিবিরের ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারী আব্দুর রাজ্জাক একটি লিখিত অভিযোগ থানায় দায়ের করায় বিক্ষোভের সৃষ্টি হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-ফুলবাড়ীয়া সড়কে বিক্ষুব্ধ জামায়াত-শিবিরের শতশত নেতাকর্মী অভিযোগ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা অধ্যাপক মোঃ জসিম উদ্দিন কে ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে এমপি মনোনয়নের দাবিতে স্লোগান দেন এবং দায়েরকৃত অভিযোগ দ্রুত প্রত্যাহারসহ উপজেলা সেক্রেটারি আব্দুর রাজ্জাককে অবাঞ্চিত ঘোষণার দাবি জানান।
থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফুলবাড়ীয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক নয়জন জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। রাসেল মিয়া (৪৫), আশিকুর রহমান আশিক (৬১), ইউসুফ আলী (৪৩), জাকির হোসেন মঞ্জু (৫০), সানাউল্লাহ বিএসসি (৩৮), আব্দুল গনি (৭৫), আব্দুল মালেক খলিফা (৬৫), ডাঃ মাহতাব উদ্দিন (৬০) ও আহসান (৪৫)।
অভিযুক্ত নেতাকর্মীরা অনতিবিলম্বে এই মিথ্যা ও বানোয়াট অভিযোগ প্রত্যাহারের জোর দাবি জানান।
Leave a Reply