আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের চরাঞ্চলের গরীব অসহায় মানুষকে চিকিৎসা সেবা দিতে ফ্রী মেডিকেল ক্যাম্প এর ব্যাবস্থা করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (৩ অক্টোবর) ৪নং পরানগঞ্জ ও ৩নং বোররচর ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর উদ্বোধন করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ও ময়মনসিংহ-৪ আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন। এ ক্যাম্পের মাধ্যমে স্থানীয় ৫শতাধিক গরীব অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামি আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ও ময়মনসিংহ-৪ আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনয়ন প্রত্যাশী, হাড় জোড়া রোগের বিশেষজ্ঞ, ট্রমা ও স্পাইন সার্জন অধ্যাপক ডা. মোঃ নাছির উদ্দীন বলেন- ময়মনসিংহ সদরে আগামী দিনের নেতৃত্ব পরিবর্তন করে এখানে সৎ যোগ্য দক্ষ নেতা নির্বাচনের জন্য এসব সাধারণ মানুষ প্রচেষ্টা ও সমর্থন চাই। আগামী দিনে যেকোনো পরিস্থিতি থেকে ময়মনসিংহ সদরের মানুষের সত্যিকার মুক্তির জন্য সাধারণ জনগণ অবশ্যই সৎ যোগ্য ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে সাড়ে তিন লাখ স্থানীয় মানুষের কল্যাণ নিশ্চিত করবে। তিনি আরো বলেছেন, চিকিৎসা সেবা সহ মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সদরের মানুষের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি, গৃহ নির্মাণে সহযোগিতা, যুবকদের সমাজকল্যাণ মূলক কাজে ভূমিকা রাখা, তরুণ যুবকদের নৈতিকতা তৈরিতে আমরা নানাবিধ কার্যক্রম পরিচালনা করছি। একটি উন্নত ও শিক্ষিত সদর উপজেলা গড়তে আমরা সামগ্রীক সহযোগিতা অব্যহত রাখবো। আপনারা কষ্ট করে আজ এখানে চিকিৎসা সেবা নিতে এসেছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। আগামী দিনে আমরা সদর উপজেলার ১১টি ইউনিয়নে একই সাথে সকল সেবা ও সমাজকল্যাণমূলক কাজ পরিচালনা করবো ইনশাআল্লাহ। ইতোমধ্যেও অধিকাংশ ইউনিয়ন পরিষদ এলাকায় আমরা সেবা কার্যক্রম পরিচালনা করেছি, ভবিষ্যতেও সকল রোগের চিকিৎসা সেবা সহ সমাজ কল্যাণমূলক কাজ বিস্তরভাবে সদরের সবস্থানে আমরা পৌঁছিয়ে দিতে চাই। সে লক্ষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলের সহযোগীতা চান অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহের সভাপতি গোলাম মুরশেদ রানা এবং জেলা উত্তর ময়মনসিংহের অর্থ সম্পাদক মোঃ রহিম মক্কা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরানগঞ্জ ইউনিয়নের সভাপতি হাফেজ মাওলানা মাফুজুর রহমান, সহ-সভাপতি ডা. মোঃ রিয়াজ উদ্দিন, সেক্রেটারি হাফেজ আবু হানিফ, জয়েন্ট সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রহমাতুল্লাহ, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার, দপ্তর সম্পাদক মোঃ আল-আমিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ হাফিজ উদ্দিন এবং ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, চরাঞ্চলের মতো দুর্গম এলাকায় এমন মেডিকেল ক্যাম্পিং সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারি। আয়োজক সংগঠন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তারা।
Leave a Reply