বাগেরহাটে স-ন্ত্রাসীদের হা-মলায় সাংবাদিক হায়াত উদ্দিন নিহ-ত

শেখ সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বাগেরহাটের দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হায়াত উদ্দিন (৪২) সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন।শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হায়াত উদ্দিন বাগেরহাট পৌর শহরের হাড়িখালি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সম্প্রতি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা ও সাংবাদিক হায়াত উদ্দিন নিহত হয়েছেন। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

পুলিশ জানায়, হত্যাকারীরা কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত করতে পুলিশ ও অন্যান্য ইউনিট মাঠে কাজ করছে। হত্যাকারী এবং ঘটনার কারণ এখনও নিশ্চিত করা যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *