বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা।
বাবুগঞ্জ টিচার্স ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন ও উপজেলার অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকবৃন্দকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকাল ৯টায় বাবুগঞ্জ টিচার্স ক্লাবের নিজস্ব ভবনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাব এর আয়োজিত এ সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। এতে বাবুগঞ্জ টিচার্স ক্লাব এর সহ-সভাপতি, মোঃ মাসুদ আহম্মেদ এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, এভারগ্রিন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেড ও সভাপতি গভার্নিং বোর্ডের বাবুগঞ্জ ডিগ্রী কলেজ জনাব মেহেরুন্নেসা শিরিন, বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাহে আলম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাবস্থাপনা পরিচালক এভারগ্রিন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেড আবুল কালাম আজাদ, আ.ন.ম. আঃ হালিম অধ্যক্ষ বাবুগঞ্জ ডিগ্রি কলেজ,
মোঃ কামরুজ্জামান সহযোগী অধ্যাপক সমাজকর্ম, বরিশাল বিএম কলেজ
মোঃ মুজিবুর রহমান, অবসরপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট,পিটিআই, ঝালকাঠি।
মোঃ আনোয়ার হোসেন বিশ্বাস, উপ-পরিচালক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঢাকা ও সভাপতি ফরিদগঞ্জ বহুমুখী ফাজিল মাদ্রাসা কেদারপুর বাবুগঞ্জ বরিশাল, অ্যাডভোকেট এস এম সফিউল্লাহ বিদ্যুৎসাহী সদস্য গভর্নিং বডি বাবুগঞ্জ ডিগ্রী কলেজ,
মেজবাউল আমিন ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার ইসলামী ব্যাংক, চরফ্যাশন উপজেলা শাখা,ভোলা,
মোঃ মনজুর রহমান
অধ্যক্ষ কেদারপুর সোনার বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,
মোঃ ইসহাক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক
নূর-ই-কারিমা, জমিদাতা বাবুগঞ্জ টিচার্স ক্লাব ও অবসরপ্রাপ্ত শিক্ষক,
এইচ এম শাহজাহান সহকারি প্রধান শিক্ষক কেদারপুর সোনার বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,সভাপতি বিমানবন্দর প্রেসক্লাব ও সুজন সম্পাদক বাবুগঞ্জ মোঃ আরিফ আহমেদ মুন্না, বিমানবন্দর প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন খান রানা,
অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন আব্দুল কাদের মাল সাবেক অধ্যক্ষ পশ্চিম বছরিয়া আলিম মাদ্রাসা, মোহাম্মদ আব্দুল সালাম, সাবেক প্রধান শিক্ষক সিংহেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়,
সভাপতিত্ব করেন বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ শাহে আলম।
সঞ্চালনায় ছিলেন ক্লাবের সহ-সভাপতি জনাব মোঃ মাসুদ আহম্মেদ।
এ সময় বাবুগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বক্তারা তাঁদের অবদানের কথা স্মরণ করে বলেন, শিক্ষকরাই একটি জাতির পথপ্রদর্শক।
আয়োজনে ছিল বাবুগঞ্জ টিচার্স ক্লাব, বাবুগঞ্জ, বরিশাল।
Leave a Reply