আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের
ব্রিজ মোড়, আবাসন প্রকল্পে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার আমির,
ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল এর (দাঁড়িপাল্লার) সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৩অক্টোবর) সকালে ব্রিজ মোড়ের আবাসন প্রকল্পে অনুষ্ঠিত উঠান বৈঠকে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা কামরুল আহসান এমরুল।
এসময় তিনি বলেন, জমিন যার আইন চলবে তার।তাই আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে মানুষের আর অভাব থাকবেনা।সব মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। তিনি আরো বলেন, দেশের মানুষ যেভাবে জামায়াতে ইসলামীকে নিয়ে ভাবছে, ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে জামায়াত বিজয়ী হয়ে সরকার গঠন করে সত্য শাসন ও ইনসাফ প্রতিষ্ঠা করবে।
উঠান বৈঠকে মহানগর জামায়াতে সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার, কেওয়াটখালি সাংগঠনিক থানার আমীর ডা. এমদাদুল কবির নিয়োগী, সেক্রেটারি মামুন হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মাওলানা কামরুল আহসান এমরুল আরও বলেন, চাঁদাবাজ-লুন্ঠনকারীদের আর ক্ষমতায় আনা যাবে না। বর্তমানেও যদি কেউ লুন্ঠনকারী হয়ে থাকে, তাহলে তাকে কি আরেকবার পরীক্ষা করার দরকার আছে? দরকার নাই। তিনি বলেন, এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই, প্রয়োজনীয় সংষ্কার সাধনের জন্য। তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না। কেউ তাড়াহুড়া করে ক্ষমতায় যাক সেটাও আমরা চাই না। তিনি বলেন, আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই। যেখানে সকল ধর্মের মানুষ সমানভাবে যোগ্যতার সাথে সুখে বসবাস করতে পারবে। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। স্বৈরাচার ও দুরাচার দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই ও আন্দোলন একসাথে চলবে।
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল একই দিনে সুতিয়ারপাড় বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে জুম’য়ার নামাজ আদায় ও মুসল্লীদের সাথে সালাম বিনিময়,উপজেলার মধ্যদাপুনিয়া সরকারি পুকুরপাড় বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাপুনিয়া সাংগঠনিক থানার আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
Leave a Reply