তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
মালবাহী ট্রাক বিকল হয়ে কুমিল্লা – সিলেট সড়কের কংসনগর বাজারে দীর্ঘ জ্যামের সৃষ্টি, এতে সকাল থেকে হাজারো মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটে এবং ভোগান্তির শিকার
হয় লাখো মানুষ। সরজমিনে গিয়ে দেখাযায়
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার জাফরগঞ্জ থেকে বুড়িচং দেবপুর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
মহাসড়কে বুড়িচং উপজেলা কংশনগর পশ্চিম বাজার এলাকায় ট্রাক বিকল ও
কাভার্ডভ্যানের চাকা খুলে যাওয়ায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী এমরান, আক্তার, ফরিদ উদ্দিন সরকার। এবিষয়ে
মিরপুর হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ পারভেজ আলী একই কথা বলেন,তবে জ্যাম নিরসনের চেষ্টা চলছে। কংশনগর বাজারের যানজট প্রতিদিনই দেবিদ্বার জাফরগঞ্জ পর্যন্ত চলে আসে।
ভোগান্তির শিকার যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের কংশনগর এলাকার রাস্তার খুবই বেহাল দশা। আজ সকাল ৯টার দিকে কংশনগর বাজারের পশ্চিম পাশে একটি মালবাহী ট্রাক বিকল হয় এছাড়া কাভার্ডভ্যানের চাকা খুলে যায়। গাড়িটি রাস্তার মাঝখানে পড়ে থাকার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
কুমিল্লা থেকে সিলেট যাচ্ছেন তোফায়েল আহমেদ, এছাড়া সাংবাদিক তরিকুল ইসলাম তরুন, দেবিদ্বারের ব্যবসায়ী ফারুক আহম্মেদ জ্যামে আটকা পড়ে ভোগান্তির শিকার হন। দুটি গাড়িও ভালোভাবে ক্রসিং করতে পারে না। রাস্তার মাঝখানে ট্রাক বিকল হয়ে পড়ে আছে। এ জন্য তিন ঘণ্টা ধরে জ্যামে আটকে আছে। এই রাস্তার ভোগান্তি কবে শেষ হবে বলা যাচ্ছে না। বুড়িচং উপজেলার নির্বাহীকে মুঠো ফোনে কল দিয়ে পাওয়া যায় নি,
অটোচালক জালাল উদ্দিন জানান, সকাল ৯টায় কাভার্ডভ্যানের চাকা খুলে যায়। এখন পর্যন্ত গাড়িটি সরাতে পারেনি হাইওয়ে পুলিশ। পুলিশের কাউকে এখনো চোখে পড়েনি। তীব্র ভোগান্তিতে আছেন সাধারণ মানুষ।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, কংশনগর এলাকায় আমাদের একটি টিম কাজ করছে। রাস্তাটি দুই লাইনের হওয়ায় গাড়ি বিকল হলেই এ ধরনের যানজট সৃষ্টি হয়। গাড়িটি সরানোর ব্যবস্থা করা হচ্ছে।
Leave a Reply