ময়মনসিংহ সদরের ভাবখালীতে পুজার নি-রাপত্তায় ক-ঠোর নজ-রদারিতে এএসআই আয়েছ মাহমুদ

স্টাফ রিপোর্টারঃ
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা এলাকার ৪৪নং বিট ১২নং ভাবখালী ইউনিয়নে প্রতিটি মণ্ডপে রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। নির্বিঘ্নে পূজা উদযাপনে বিট পুলিশিং পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ, এছাড়াও বিট পুলিশের পাশাপাশি আনসার ও স্থানীয় প্রশাসন যৌথভাবে দায়িত্ব পালন করায় নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে ভাবখালী ইউনিয়নের সবকটি পূজা মন্ডপ।

এ ছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবীরাও ধর্ম-বর্ণ নির্বিশেষে এগিয়ে এসেছে পূজা নির্বিঘ্ন করতে। ভাবখালী ইউনিয়নে এ বছর ৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ পুলিশের মেধাবী,সাহসী ও চৌকস অফিসার ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার এএসআই আয়েছ মাহমুদ ভাবখালী ইউনিয়নের প্রতিটি পুজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করে পুজা উদযাপনকারীদের সাথে যোগাযোগ রেখে তাদের সমস্যার কথা জেনে দ্রুত আইনি ব্যবস্থা নিচ্ছেন। ফলে ইউনিয়নের পুজা উদযাপনকারীরা নির্বিঘ্নে পুজা উৎসব উদযাপন করছেন।

এ ব্যাপারে এএসআই আয়েছ মাহমুদ বলেছেন, শারদীয় দুর্গাপুঁজা একটা উৎসব,ধর্ম যার-যার উৎসব সবার। কিছু কুচক্রী মহল আছে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগানোর সুযোগ খুঝে, তিনি বলেন-সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যে কেউ হউক না কেন তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।’

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলামের দিকনির্দেশনা মোতাবেক ভাবখালী ইউনিয়নের শারদীয় দুর্গোৎসব কে শান্তিপুর্ণ ও উৎসবমোখর করতে নিরাপত্তা জোরদার করার লক্ষে নিয়মিত ভাবখালী ইউনিয়নে অবস্থিত পুজা মন্ডপ গুলোতে টহল দিচ্ছেন এবং মন্ডপের জন্য নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর খোজ খবর নিচ্ছেন।

এ এস আই আয়েছ মাহমুদ বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নজির আছে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ পরস্পর মিলেমিশে একসঙ্গে বসবাস করেন।’ তিনি বলেন-‘কতিপয় দুষ্কৃতিকারী অঘটন ঘটিয়ে আমাদের সহাবস্থানকে বিনষ্ট করতে চায়, দেশের ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায়। আমরা তাদের কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর।

দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে এএসআই বলেন, ‘কোনো দুষ্কৃতিকারী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে জেলা পুলিশ সুপার স্যার ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্যারের নির্দেশনা মোতাবেক তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের অঘটন ঘটানোর দুঃসাহস না দেখাতে পারে।’

তিনি পুজার নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীদের উদ্যেশ্যে বলেন, ‘মানুষ যখন বিশ্রামে যায় দুষ্কৃতিকারীরা সে নির্জনতার সুযোগ নেওয়ার চেষ্টা করে।’এজন্য তিনি নিয়জিত আনসার ও গ্রাম পুলিশদের সবাইকে সার্বক্ষণিক সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন-সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে চাই।

মহানবমীতে শুভেচ্ছা জানাতে পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান নিরাপত্তা ও ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া তিনি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব পালনের জন্য আহ্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *