এম এ আলম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর পৌরসভার বিভিন্ন মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন আগামী পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম মোল্লা। বুধবার পৌর এলাকার বিভিন্ন মন্দির পরিদর্শনের পাশাপাশি আব্দুল সালাম মোল্লা তার ব্যক্তিগত তহবিল থেকে পূজামন্ডপ পরিচালনা কমিটির নিকট আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম মোল্লা বিএনপির কাছে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই জানিয়ে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। হিন্দু ভাই-বোনদের পাশে অতীতেও ছিলাম বর্তমানে আছি এবং আগামীতেও আপনাদের পাশে থাকব। পূজামন্ডপ পরিদর্শনকালে এ সময় সুজানগর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিক বিশ্বাস, পৌর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক বাবু মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার মোল্লা, এন এ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক আব্দুল লতিফ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আব্দুস সালাম মোল্লা তার রাজনৈতিক জীবনে (১৯৮৯-১৯৯১) সাল পর্যন্ত বাংলাদেশজাতীয়তাবাদী ছাত্রদল, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ শাখার সভাপতি, (১৯৯২-১৯৯৬) সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুজানগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, (২০০৯-২০১৯) সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ০৩ নং ওয়ার্ড সুজানগর পৌর শাখার সভাপতি, (২০১০-২০১৫) সাল পর্যন্ত সুজানগর পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক, (২০১৫-২০১৮) সাল পর্যন্ত জাতীয়তাবাদী দল সুজানগর পৌর শাখার সাধারণ সম্পাদক, (২০২০-২০২৩) সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সম্মানিত সদস্য এবং জাতীয়তাবাদী দল সুজানগর পৌর শাখার বর্তমানে যুগ্ন আহব্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্যে পৌর ঈদগঁাহ মাঠের সহ-সাধারণ সম্পাদক, তারাবাড়ীয়া নতুন গোরস্থানের সাধারণ সম্পাদক, এবং হযরত শাহজালাল কিন্ডারগার্টেন একাডেমী পরিচালনা কমিটির সম্মানিত সদস্য ও আদর্শ ক্লাবের আহ্বায়ক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।
এম এ আলিম রিপন
সুজানগর প্রতিনিধি।।
Leave a Reply