জাতীয় নাগরিক পাটি দোয়ারাবাজার উপজেলা সমন্নয়ক আব্দুস সোবহানের পূজা প-রিদর্শন

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দোয়ারাবাজার উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুস সোবহান দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

বুধবার (১ অক্টোবর ) সন্ধ্যায় তিনি উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে যান এবং পূজার আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, “বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করেন। জাতীয় নাগরিক পার্টি সবসময় ধর্মীয় সম্প্রীতির পক্ষে কাজ করে যাবে।”

পূজামণ্ডপ পরিদর্শনের সময় আব্দুস সোবহান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে খোঁজখবর নেন। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানান।

স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ তার এই উদ্যোগকে স্বাগত জানান এবং ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে এনসিপি’র এই ভূমিকার প্রশংসা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন,

জাতীয় নাগরিক পাটি (এন সি পি) দোয়ারাবাজার উপজেলা প্রধান সমন্নয়ক আব্দুস সোবহান, যুগ্ম সমন্নয়ক হুমায়ুন কবির, সুনামগঞ্জ জজ কোটের আইনজীবী এডভোকেট সামন্ত দাস,

দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এম এ করিম লিলু, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও
ইউপি সদস্য দীপক দাস, আজমপুর পূজা উদযাপন কমিটির সভাপতি অকিল চন্দ্র দাস প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *