বরিশাল বাবুগঞ্জে অনুষ্ঠিত বৈশ্বিক কৃষক সংহতি সম্মেলন-২০২৫, যোগ দিলেন বিভিন্ন দেশের কূটনী-তিক ও বিশে-ষজ্ঞরা

বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা গার্লস হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ৪র্থ বৈশ্বিক কৃষক সংহতি সম্মেলন-২০২৫। বিশ্বখ্যাত Simon Bolivar Farming Academy-এর আয়োজনে এ সম্মেলনে অংশ নেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক ও কৃষিবিদরা।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি সভাপতি মিসেস ব্লাঙ্কা রোসা এককাউট গোমেজ, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভেনেজুয়েলার রাষ্ট্রদূত হে. ই. ক্যাপায়া রদ্রিগেজ গঞ্জালেস, ফিলিস্তিনের রাষ্ট্রদূত হে. ই. ইউসুফ এস. ওয়াই. রামাদান, কিউবার কনসুলেট জেনারেল শরিফুল ইসলাম জাগিরদার, চতুর্থ বৈশ্বিক কৃষক সংহতি সম্মেলনের আহবায়ক নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।

চতুর্থ বৈশ্বিক কৃষক সংহতি সম্মেলনের সদস্য সচিব সুজন আহমেদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের বৈশ্বিক কৃষক সংহতি ক্যাম্পেইনের সভাপতি জাহাঙ্গীর খান, বরিশাল জেলা কৃষক সমিতির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক ফিরোজ, বাবুগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না, বিমানবন্দর পেজ ক্লাবের প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন খাঁন রানা,বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, কৃষক সংহতি সম্মেলনের সদস্য আসাদুল করিম পিপুল, শামিল শাহরোখ তমাল, আসাদুজ্জামান মেনন প্রমুখ।

আয়োজকরা জানান, বৈশ্বিক কৃষি, খাদ্য নিরাপত্তা, কৃষক সংহতি ও কৃষি বাজারজাতকরণ কৌশল নিয়ে এ সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। একই সঙ্গে কৃষকের ন্যায্য অধিকার ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ডা. এ কে আজাদ খান, প্রেসিডেন্ট, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (BADAS)। সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের কৃষি বিশেষজ্ঞরা মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *