আশুলিয়ায় চলছে জ-মজমাট মাদ-কের কা-রবার, মূ-লহোতারা ধ-রাছোঁয়ার বাইরে

হেলাল শেখ: ঢাকার আশুলিয়ার জামগড়া, ভাদাইল, পাবনারটেক ও রূপায়ন আবাসন মাঠের আশপাশের এলাকায় প্রকাশ্যে চলছে মাদকের জমজমাট কারবার। নানা কৌশল অবলম্বন করে প্রতিদিন বিপুল পরিমাণ মাদক কেনাবেচা হলেও মূলহোতারা আইনশৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে রয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অনেক সময় ভেস্তে যায়। ফলে এলাকায় মাদক ব্যবসা দিন দিন আরও বিস্তৃত হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, এসব মাদকের টাকা জোগাড় করতে আসক্তরা চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এতে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, মাদকসেবীদের কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে, পরিবারে কলহ বাড়ছে এবং কিশোর অপরাধ বৃদ্ধি পাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিও এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকায় সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পান না।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযান চালিয়ে ছোটখাটো মাদকসেবী ও ব্যবসায়ীদের আটক করা হচ্ছে। তবে মূলহোতাদের ধরতে গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে শক্ত হাতে ব্যবস্থা না নিলে আশুলিয়া মাদকের অভয়ারণ্যতে পরিণত হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *