হারুন অর রশিদ।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ওমান প্রবাসীর স্ত্রীর ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৫নং পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূর নাম জোসনা বেগম (৪৫)। তিনি ওমান প্রবাসী জমির হোসেনের স্ত্রী। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে এক সালিশে প্রবাসী জমির হোসেনের ১ লাখ ৮০ হাজার টাকা পাওনা পরিশোধের রায় হয়। কিন্তু বিবাদী আব্দুল কালাম টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে উল্টো ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতে থাকেন।
ঘটনার দিন দুপুরে টাকা চাইতে গেলে বাদানুবাদের একপর্যায়ে মিজানুর রহমান (২২) ও তার মা জোসনা বেগমের ওপর হামলা চালানো হয়। পরে রাত ৮টার দিকে অভিযুক্ত আমির বাদশা, আলীম উদ্দিন, রহিম উদ্দিন, এনাম উদ্দিন, সেলিম উদ্দিন, আব্দুল কালাম, সুমন মিয়াসহ আরও অন্তত ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভুক্তভোগীর বাড়িতে ঢুকে গৃহবধূ জোসনা বেগমকে টেনে-হিঁচড়ে বাইরে এনে রামদা, দা, লোহার রড ও লাঠিসোটা দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এসময় গৃহবধূর বাম হাত, গলা ও পেটে গভীর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলাকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোন (মূল্য প্রায় ৩০ হাজার টাকা) এবং গলায় থাকা ১ ভরি স্বর্ণের চেইন (মূল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা) ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া ভুক্তভোগীর আত্মীয়ের বাড়িতে গিয়ে ভাঙচুর চালিয়ে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত জোসনা বেগমকে সুনামগঞ্জ সদর হাসপাতাল হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মিজানুর রহমান দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীর ওপর সন্ত্রা-সী হা-মলা, গু-রুতর আহ-ত

Leave a Reply