থানচি (বান্দরবান) প্রতিনিধি:মথি ত্রিপুরা।
খাগড়াছড়ি গুইমারায় সাম্প্রদায়িক হামলার বিচার কর এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের বিচারের দাবিতে চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি সেটেলার বাঙালি কর্তৃক জুম্মদের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা ও ঘরবাড়ি-দোকানপাট ভাংচুর-অগ্নিসংযোগ প্রতিবাদে, বান্দরবানের থানচিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে থানচি আদিবাসী ছাত্র ও যুব সমাজ আয়োজনে খাগড়াছড়ি গুইমারায় সাম্প্রতিক হামলার ভাঙচুর অগ্নিসংযোগ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসস্টেশন এলাকার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজার ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকার প্রদক্ষিণ শেষে সাঙ্গু সেতু তিন মাথা প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রনেতা অংসিং মারমা সঞ্চালনায়, ছাত্রনেতা উথোয়াইওয়াং মারমা সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, মারমা স্টুডেন্ট কাউন্সিলর সাচিংপ্রু মারমা, ত্রিপুরা স্টুডেন্ট কাউন্সিলর আশাবান ত্রিপুরা, শিক্ষার্থী সাবরিনা ত্রিপুরা ঈশিতা, যুবনেতা রেইংহাই ম্রো, যুবনেতা সিংওয়াইমং মারমা, সচেতন নাগরিক মংসাইং মারমা, ছাত্রনেতা মংমে মারমা ও সচেতন নাগরিক নুমংপ্রু মারমা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, খাগড়াছড়ি গুইমারায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় সাম্প্রতিক হামলার ভাঙচুর অগ্নিসংযোগ প্রতিবাদের তিব্র নিন্দা জানান। তারা বলেন, ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
Leave a Reply