পূজার নিরাপত্তায় বি-ভিন্ন স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে-অতিরিক্ত পুলিশ সুপার মামুন

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মামুন বলেছেন, “আসন্ন দুর্গাপূজায় পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকের পুলিশও দায়িত্ব পালন করছে। সার্বক্ষণিক খোলা রয়েছে একটি কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর প্রতিটি মন্দির কমিটির সদস্যদের কাছে দেওয়া রয়েছে , তারা যেকোনো প্রয়োজনে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।”

সোমবার (২৯সেপ্টেম্বর) রাতে জেলার ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় তার সাথে ফুলপুর সার্কেল সহকারি পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ মাকসুদুর রহমান, তারাকান্দা থানার ওসি মোঃ টিপু সুলতান ও ফুলপুর থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে গুজব এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত যেকোনো ঘটনার বিষয়ে উত্তেজিত না হয়ে সত্যতা যাচাই করার জন্য সময় নেওয়া জরুরি। অনেক ঘটনাই পরে গুজব বলে প্রমাণিত হয়, তাই উত্তেজনা প্রশমনে সকলকে দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেন তিনি।

পূজামণ্ডপে আগত নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথ রাখার নির্দেশ দিয়ে পুলিশ সুপার পূজামণ্ডপে ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। মণ্ডপে নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপক যন্ত্র এবং গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেইট স্থাপনের নির্দেশনাও দেন।

প্রতিমা বিসর্জনস্থলসহ মণ্ডপ এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কায় স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইটের প্রস্তুতি রাখার পরামর্শও দেন অতিরিক্ত পুলিশ সুপার।

নিরাপত্তা রক্ষায় স্বেচ্ছাসেবক নিয়োগের নির্দেশ দিয়ে বলা হয়েছে, তাদের জন্য আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্ম ব্যান্ড ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। এছাড়া পূজাকালীন আতশবাজি ও পটকা ফুটানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন পূজা উদযাপনকালে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত শোভাযাত্রার রুট ব্যবহার করার পরামর্শও দেন অতিরিক্ত পুলিশ সুপার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *