এম এ আলিম রিপন,সুজানগর : পাবনা-২ নির্বাচনী এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পাবনা -২ আসনের এমপি প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন, তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে দেখা করে তাদের পূজা উদযাপনের সার্বিক খেঁাজখবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এসময় তিনি অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল বিভাজন প্রতিহত করে সম্প্রীতির বার্তা প্রদান করেন। হিন্দু সম্প্রদায়ের লোকজন তাকে পেয়ে আনন্দিত হন এবং সাদরে অভিবাদন জানান। পূজা মন্ডপ পরিদর্শনকালে অধ্যাপক হেসাব উদ্দিন বলেন, আমরা সবাই একসাথে এই দেশকে ভালোবাসি এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে থাকবো। কেউ যদি এই সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে রুখে দঁাড়াবো।তিনি আরও বলেন,আমাদের দেশে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি পাশাপাশি থাকি; এটা বিশ্বের কোথায়ও নেই। হিন্দু ভাইদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য একটি বিশেষ মহল উঠে পরে লেগেছে সেই দিকে আপনারা দৃষ্টি রাখবেন। কোন অপশক্তি যেন আমাদের শান্তি বিনিষ্ট করতে না পারে। এই দেশ আপনাদের আমাদের সবার। দেশকে ভালো রাখার দায়িত্বও আমাদের। জামায়াত বিশ্বাস করে, ধর্মীয় সব ভেদাভেদ ভুলে বাংলাদেশে সব ধর্মের অনুসারীর সহযোগিতায় একটি আগামীর স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে হিন্দু সমাজের ভূমিকা অপরিসীম।
পূজা মন্ডপ পরিদর্শনকালে এ সময় অন্যান্যদের মাঝে উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই-আযম, উপজেলা জামায়াতের সেক্রেটারী (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর সেক্রেটারী মকবুল হোসেন বকুল মাস্টার, উপজেলা জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওয়ালিউল্লাহ বিশ্বাস, বায়তুল মাল সম্পাদক রাফি আহমেদ ফুল, উপজেলা শ্রমিক কলাণ ফেডারেশনের সভাপতি রস্তম আলী মোল্লা, পৌর শ্রমিক কল্যাণ সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মাজেদ মাস্টার, সাবেক শিবির নেতা আবুল কালাম, উপজেলা ইসলামী ছাত্রশিবির নেতা আব্দুল মমিন ও হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাবনা- ২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থীর বিভিন্ন পূজামন্ডপ পরি-দর্শন

Leave a Reply