মুরাদনগরে ভ্রাম্যমাণ আ-দালতের অভি-যান তিন প্রতিষ্ঠানে ২৪ হাজার টাকা জ-রিমানা

মোঃতরিকুল ইসলাম তরুন,
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রিন্স কাচ্চি ডাইন-কে লাইসেন্স না থাকার কারণে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন-২০১৪ অনুযায়ী ১,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি মিষ্টির দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করা ও প্যাকেটের ওজন কম/বেশি দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৩,০০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, জননী এয়ারন ট্রাভেলস লাইসেন্স ছাড়া ট্রাভেল এজেন্সি পরিচালনা ও সেবার মূল্য তালিকা না রাখার অপরাধে ২০,০০০ টাকা জরিমানা গুণতে হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *