শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আইউব আলী ফাহিম

পুবাইল প্রতিনিধি:

হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। প্রতি বছরের ন্যায় এবারও দুর্গাপূজায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আইউব আলী ফাহিম।

গাজীপুর মহানগরীর পূবাইলসহ সারা দেশের সকল ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, শারদীয় দুর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা রাখেন তিনি। কোন বৈষম্য যেন এই উৎসব পালনে স্থান করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন।
তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *